ক্ষমতায় যেতে জামায়াত এখন বিদেশি শক্তির দারস্থ: হাবিব উন নবী খান

৫ দিন আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলাম এখন ভিনদেশী শক্তির দারস্থ হচ্ছে। রোববার (৫ অক্টোবর) বিকেলে খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেঙ্গা স্কুলমাঠে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

রোববার বিকেলে খুলনার তেরখাদা উপজেলার ইখড়ি কাটেঙ্গা স্কুলমাঠে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাবিব উন নবী খান সোহেল। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির তথ্য প্রযু্ক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

 

হাবিব উন নবী খান সোহেল তার বক্তব্যে বলেন, ‘ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াত ইসলাম এখন ভিনদেশী শক্তির দারস্থ হচ্ছে। তাদের অনুরোধেই তারা লোগোতেও পরিবর্তন আনছে। ভোট চাওয়ার আগে জামায়াতের ৭১-এ অবস্থানের জন্য ক্ষমা চাইতে হবে।’ 

 

তিনি আরও বলেন, ‘জামায়াত আবারও ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। তারা বলছে, জামায়াতকে ভোট দিলে না কি বেহেশেতে যাওয়া যাবে। তারা বলছে, পূজা আর রোজা না কি মুদ্রার এপিঠ ওপিঠ।’

 

আরও পড়ুন: একসঙ্গে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

 

‘বিএনপির জনগনরে জন্য রাজনীতি করে’ বলে মন্তব্য করে হাবিব উন নবী খান আরও বলেন, ‘বিএনপি কখনও ভিনদেশের নির্দেশ মতো চলে না, বিএনপি জনগণের কথায় চলে। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনে যুগ যুগ বিরোধী দলে থাকলেও, বছরের পর বছরের জেল খাটলেও ভিনদেশীদের কথা মতো চলবে না। যে ক্ষমতার জনগণের ভোট নেই, যেই ক্ষমতার পেছনে ভিনদেশিদের হাত আছে, সেই ক্ষমতা বিএনপিরন দরকার নেই।’ 

 

জামায়াতকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘বিএনপি কিন্তু ভূয়া মুক্তিযোদ্ধার দল নয়, বিএনপি আসল মুক্তিযোদ্ধার দল। যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করে তাদের ভোট দেয়ার আগে জনগণ ভাববে।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন