ক্লাবে ক্লাবে ভিন্নভাবে বড়দিন উদযাপন

৩ সপ্তাহ আগে
বড়দিন উদযাপনে নানা আয়োজন ক্রীড়াঙ্গণে। ইউরোপের বিভিন্ন ক্লাবের ফুটবলাররা দলের সঙ্গেই উদযাপন করেন ক্রিসমাস। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমর্থকদের শুভেচ্ছা জানায় ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো। শুধু তাই নয়, বড়দিনে চ্যারিটি ফাউন্ডেশনে উপহার নিয়ে যান বার্সা তারকা মার্কাস রাশফোর্ড। শুভেচ্ছা জানিয়েছে রিয়াল মাদ্রিদও।

ক্রীড়াঙ্গনে বইছে বড়দিনের হাওয়া। ক্রিসমাস উপলক্ষ্যে নানা আয়োজনে মুখর ইউরোপের ক্লাবগুলো। ক্লাবের ব্যস্ততা থাকায় অনেকেই বড়দিনের ছুটি কাটাতে পরিবারের কাছে যেতে পারেননি। তাদের জন্য ক্লাবই যেনো বড়দিন উদযাপনের জায়গা। বড়দিন উপলক্ষ্যে বিশেষ সব আয়োজন করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসির মতো ক্লাবগুলো।

May be an image of child, christmas tree and text
লিভারপুলে ফুটবলাররা ক্লাবেই সতীর্থ আর টিম ম্যানেজমেন্টের সঙ্গে বড়দিন উদযাপন করেন নানা ধরনের আনুষ্ঠানিকতায়। একে অন্যের সঙ্গে খুনসুটি করেই দিন পার করেন তারা। অ্যানফিল্ড সাজিয়ে তোলা হয় সবুজ রঙের ক্রিসমাস ট্রি আর নানা রঙের আলোকসজ্জায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদেরও বড়দিনের শুভেচ্ছা জানানো হয় ক্লাবের পক্ষ থেকে।

May be an image of soccer, football, christmas tree and text
আরও পড়ুন: অবসরে বার্সেলোনার ট্রেবল জয়ী ফুটবলার 


ম্যানচেস্টার সিটির ফুটবলাররাও ক্লাবেই বড়দিন পালন করেন। আর্লিং হলান্ডরা ক্রিসমাস সেলিব্রেশনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানান। ক্লাবের পক্ষ থেকেও পুরো বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্যানদের উইশ করা হয়। এবার ২৬ ডিসেম্বরের পরিবর্তে ২৭ ডিসেম্বর বক্সিং ডে ম্যাচ মাঠে গড়াবে তাই ক্লাবেই সময় কাটাতে হয় তাদের। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও ছিলো নানা আয়োজন। বড়দিন উপলক্ষ্যে রেড ডেভিলদের কোচ রুবেন আমোরিম এক ভিডিও বার্তা দিয়ে ক্লাবের সমর্থকদের উইশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সমর্থক শুভেচ্ছা জানিয়েছে অ্যাস্টন ভিলা।

May be an image of christmas tree and text
শুধু ইংলিশ ক্লাবগুলোই নয়, বড়দিনে নানা ধরনের কার্যক্রম ছিলো স্প্যানিশ ক্লাবগুলোর ফুটবলারদেরও। বার্সা তারকা মার্কাস রাশফোর্ড চ্যারিটি ফাউন্ডেশনে গিয়ে শিশুদের উপহার দেন। তাদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটান। পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করেছেন রবার্ট লেভানডোভস্কি, রাফিনিয়া, শেজনিরা। সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তারা।


রিয়াল মাদ্রিদেও ছিলো নানা আয়োজন। কোচ, ক্লাব প্রেসিডেন্ট শুভেচ্ছা জানান সমর্থকদের। ইউরোপের বাইরেই ছিলো বড়দিনের আমেজ। ক্লাবের অফিশিয়াল ফেইসবুক পেইজে পোস্ট করে উইশ করে ইন্টার মায়ামি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ সালাহ, এমিলিয়ানো মার্তিনেজরা।

]]>
সম্পূর্ণ পড়ুন