ক্লাব বিশ্বকাপে খেলা–না খেলা নিয়ে যা বললেন রোনালদো

৩ সপ্তাহ আগে
আগামী ১৫ জুন মাঠে গড়াতে যাচ্ছে ফিফার ক্লাব বিশ্বকাপ। নতুন আঙ্গিকে শুরু হওয়া বিশ্বের সেরা ক্লাবগুলোর এই আসরে জায়গা করে নিতে পারেনি আল নাসর। ৩২ দলের এই টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, পিএসজি, বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের সেরা ক্লাবগুলোর পাশাপাশি লিওনেল মেসির ইন্টার মায়ামিকেও খেলতে দেখা যাবে। থাকছে সৌদি আরবের ক্লাব আল হিলাল-আল আহলিও। আল নাসর না খেললেও টুর্নামেন্টটিতে খেলার সুযোগ ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। এমনকি ব্রাজিলের ক্লাব থেকে প্রস্তাব পাওয়ার বিষয়েও গণমাধ্যমগুলো খবর ছেপেছিল।

কিলিয়ান এমবাপ্পে, মোহামেদ সালাহ, আর্লিং হলান্ডরা আছেন। লিওনেল মেসিও থাকবেন। এতো এতো সুপারস্টারের মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোকেও চোখ খুঁজে ফিরবে। এই জন্য তো খোদ ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও চেয়েছিলেন পর্তুগিজ মহাতারকাও খেলুক ক্লাব ফুটবলে সাড়া জাগানো এই আসরে। কিন্তু আল নাসর ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় এই টুর্নামেন্টে খেলতে হলে রোনালদোকে দলবদল করতে হবে। সুযোগও ছিল। ব্রাজিলের ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন। মেক্সিকোর ক্লাবও চেয়েছিল রোনালদো তাদের হয়ে খেলুক। আল নাসরের সঙ্গে নতুন চুক্তির আলোচনা স্থগিত করায় দলবদলের গুঞ্জনে জোর হাওয়াও লেগেছিল।


কিন্তু রোনালদো নিজে কী ভাবছেন? এই মুহুর্তে উয়েফা নেশন্স লিগের ফাইনাল খেলতে পর্তুগাল দলের সঙ্গে আছেন ৪০ বছর বয়সী মহাতারকা। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে জয়সূচক গোলটি তার পা থেকেই এসেছিল। আগামী রোববার (৮ জুন) ফাইনালে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। আরও একবার দেশকে শিরোপা এনে দেয়ার স্বপ্নে বিভোর রোনালদো।


আরও পড়ুন: সিঙ্গাপুরকে হারিয়ে সমর্থকদের ঈদ উপহার দেয়ার প্রত্যাশা কাবরেরার


এরই মধ্যে ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন। তার কথা শুনে অবশ্য ভক্তদের হতাশই হওয়ার কথা, 'এটা বাস্তবসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমি ক্লাব বিশ্বকাপে থাকছি না।'


রোনালদো নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন, 'এটা একরকম নিশ্চিত আমি ক্লাব বিশ্বকাপে অংশ নিচ্ছি না, যদিও অনেক আমন্ত্রণ ও প্রস্তাব পেয়েছি...আমার দিক থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আলোচনা চলছিল, চুক্তির ব্যাপারেও...কিন্তু আপনি সব প্রতিযোগিতায় থাকতে পারেন না, আপনার অবশ্যই স্বল্পমেয়াদী, মধ্যম এবং দীর্ঘমেয়াদী শর্তগুলো নিয়ে ভাবতে হবে। তাই প্রস্তাব থাকলেও, সিদ্ধান্ত এটাই।


আল নাসর ছাড়ার গুঞ্জন উঠলেও শেষ খবর অনুযায়ী, ক্লাব ছাড়ছেন না রোনালদো। অর্থাৎ আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও রোনালদোকে দেখা যাবে না। চলতি মৌসুমে লিগে তৃতীয় হওয়ায় সুযোগ হারিয়েছে আল নাসর। 

]]>
সম্পূর্ণ পড়ুন