ক্লাব বিশ্বকাপ দিয়েই চিরচেনা রূপে ফিরতে চায় রিয়াল

৩ সপ্তাহ আগে
গত মৌসুমটা একদমই ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নদের গত মৌসুম কেটেছে শিরোপা ছাড়াই। তবে এবার ক্লাব বিশ্বকাপ দিয়ে স্বরূপে ফিরতে চায় রিয়াল। নতুন ফরম্যাটের এই ফিফা আসরকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন দলটির নতুন কোচ জাবি আলোনসো। তবে ৩২ দলের আসরে সাফল্য পাওয়া বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। মায়ামিতে ১৮ জুন আল-হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে রিয়ালের ক্লাব বিশ্বকাপ মিশন।

মৌসুম শেষ করে যেন হাঁফ ছেড়ে বেঁচেছে মাদ্রিদ। সদ্য সমাপ্ত মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি ইউরোপের রাজা হিসেবে খ্যাত দলটি। ব্যর্থতার দায়ে ক্লাবের ইতিহাসে অন্যতম সেরা কোচকে ছাটাই করেছে রিয়াল। সুসময় ফেরানোর গুরুদায়িত্ব দেয়া হয়েছে রিয়ালেরই সাবেক ফুটবলার এবং লেভারকুসেনকে স্বপ্নীল বুন্দেসলিগা জিতিয়ে হইচই ফেলে দেয়া জাবি আলোনসোকে।  

 

রিয়ালের কোচ হিসেবে জাবির প্রথম অ্যাসাইনমেন্ট ফিফা ক্লাব বিশ্বকাপ। নতুন ফরম্যাটের এই মেগা আসর দিয়েই দলকে গুছিয়ে নিতে চাইছেন রিয়াল বস। তিনি বলেন, 'প্রতিটি টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। আশা করছি আমাদের জন্য ভালো একটা টুর্নামেন্ট হবে। সাফল্য পেতে উন্মুখ হয়ে আছে সবাই।'

 

দায়িত্ব নিয়ে পরিকল্পনা সাজাতে একেবারে সময় পাননি জাবি।  তবে ক্লাব বিশ্বকাপে নতুন শুরুর অপেক্ষায় তিনি। স্প্যানিশ জায়ান্টদের প্রথম ম্যাচ ১৮ জুন, মায়ামিতে তাদের প্রতিপক্ষ সৌদি ক্লাব আল-হিলাল। সে ম্যাচকে সামনে রেখে এখন ফ্লোরিডায় প্রস্তুতি সারছে রিয়াল।      

 

আরও পড়ুন: ডি ব্রুইনার জায়গা নিতে নয়, সিটিতে নিজের ফুটবলটাই খেলতে চান রেইন্ডার্স

 

দলের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে জাবি বলেন, 'আমরা কিভাবে খেলতে চাই, দলটাকে কিভাবে গড়ে তুলতে চাই- সেটার ধারণা পাওয়া যাবে এখান থেকেই। নিজেদের পরিকল্পনাগুলো প্রতিষ্ঠিত করে তুলতে হবে। টিম স্পিরিট থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। চ্যালেঞ্জিং হবে। আমরা তৈরি।'    

 

গত মৌসুমে ইনজুরির তালিকা বেশ লম্বা ছিল রিয়ালের। ক্লাব বিশ্বকাপের ৩৪ জনের স্কোয়াডে রাখা হয়েছে ইনজুরি আক্রান্ত অনেককেই। তবে জুড বেলিংহ্যাম, অ্যান্টনিও রুডিগার এবং থিবো কোর্তোয়ারা ফিরতে পারেন ১৮ জুনের ম্যাচেই। নতুন দুই ফুটবলার আলেক্সান্ডার আর্নল্ড আর উইসেনকেও যুক্ত করা হয়েছে স্কোয়াডে। তবে আলোচিত তরুণ মাস্তানতুয়োনোকে রাখা হয়নি আমেরিকার এই ইভেন্টে।    

]]>
সম্পূর্ণ পড়ুন