সাধারণত পাহাড়ি অঞ্চলে ক্লাউডবার্স্ট বেশি হয়ে থাকে। এর সম্ভাব্য কারণ হলো, বজ্রঝড়ের উষ্ণ বায়ুপ্রবাহ পাহাড়ের ঢাল বেয়ে ওপরের দিকে উঠতে থাকে। প্রবল বর্ষণের প্রভাব পাহাড়ি ঢালে আরও তীব্র হয়। কারণ, ঝরে পড়া পানি উপত্যকা ও ছোট ছোট গিরিখাতে গিয়ে জমা হয়। পাহাড়ি অঞ্চলের ক্লাউডবার্স্ট আকস্মিক ও ভয়াবহ বন্যার সৃষ্টি করে।