দুবাইয়ের স্লো উইকেটে ২২৯ রান করতেই ভারত বেশ ভুগেছে। আরেকটু চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারলে ফল ভিন্ন হতে পারতো। তাছাড়া নাজমুল হোসেন শান্তর দুটি রান আউটের থ্রো লক্ষ্যভ্রষ্ট না হলে কিংবা জাকের আলী লোকেশ রাহুলের ক্যাচটা না ছাড়লেও ঘটনা অন্য রকম হতো। তাওহীদ হৃদয় জানালেন, ক্র্যাম্প না হলে আরও ২০-৩০ রান বেশি করতে পারতেন। তাহলে লক্ষ্যটা আরেকটু বড় হতো।
ম্যাচ শেষে হৃদয় গণমাধ্যমকে বললেন, ‘আলহামদুলিল্লাহ,... বিস্তারিত