আমাদের দেশের ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন আপনার দু’হাতে যদি গুনতে যান তাহলে হয়তো বেশ কয়েকটা আঙুল ফাঁকাই থাকবে। কেন ফাঁকা থাকবে, কখনও কি জানতে চেয়েছেন? আমার মনে হয় না জানতে চেয়েছেন, হয়তো ইচ্ছা থাকলেও সাহসে কুলায়নি কিংবা ‘ধুর ছাই’ বলে এড়িয়ে গেছেন। দোষারোপ করেছেন একে অন্যকে।
কিন্তু আমরা নিজেরা কি ভেবে দেখেছি তার আসল কারণ কী? তা ভাবতে গেলে শুরুতেই আসে আমাদের দেশের শিক্ষা... বিস্তারিত