ক্রীড়াঙ্গনের ৩ অ্যাসোসিয়েশনকে বিলুপ্ত ঘোষণা

২ সপ্তাহ আগে
বিলুপ্তপ্রায় এবং অপ্রচলিত ৩টি খেলার ক্রীড়া অ্যাসোসিয়েশনকে এবার বিলুপ্ত ঘোষণা করল জাতীয় ক্রীড়া পরিষদ। ক্রীড়া অ্যাসোসিয়েশন তিনটি হলো- ঘুড়ি, প্যারা আরচ্যারি ও খিউকুশিন কারাতে অ্যাসোসিয়েশন। আজ (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এই ৩ অ্যাসোসিয়েশনকে বিলুপ্ত ঘোষণা করে এনএসসি।

জাতীয় ক্রীড়া পরিষদ আইন- ২০১৮ এর ক্ষমতাবলে এই বিলুপ্তির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। তবে অ্যাসোসিয়েশন তিনটির নিজস্ব স্বত্তা বিলুপ্ত হলেও প্রায় সমধর্মী অন্য ফেডারেশনের সঙ্গে একীভূত করা হয়েছে। প্যারা আরচ্যারিকে বাংলাদেশ আরচ্যারি ফেডারেশন, খিউকুশিন কারাতেকে বাংলাদেশ কারাতে ফেডারেশন, বাংলাদেশ ঘুড়ি অ্যাসোসিয়েশনকে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত করা হয়েছে। স্বৈরাচারী সরকারের পতনের পরবর্তী সময়ে ক্রীড়াঙ্গনে এটাই প্রথম সাংগঠনিক কাঠামোগত সংস্কার হিসেবে পরিগণিত হচ্ছে। 

 

খিউকুশিন, প্যারা আরচ্যারি অ্যাসোসিয়েশনের জন্ম মাত্র দুই বছর আগের। তবে ঘুড়ি অ্যাসোসিয়েশন ছিল দুই বছর আগে থেকেই। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ঘুড়ি ওড়ানো বেশ জনপ্রিয় হলেও গত কয়েক বছরে এই অ্যাসোসিয়েশনের তেমন কোনো কার্যক্রম লক্ষ্য করা যায়নি। সে কারণেই এবার এটিকে বিলুপ্ত প্রায় করা হলো। অবশ্য অন্য ফেডারেশনের সঙ্গে একীভূত হওয়ায় এই অ্যাসোসিয়েশনগুলোর কর্মপরিধি বাড়বে। তবে ওই অনুপাতে বরাদ্দ এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ে কিনা, সেটাই দেখার বিষয়।  

 

আরও পড়ুন: বাস্কেটবলে ব্রোঞ্জ পদক জয় বাংলাদেশের

 

সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনির প্রভাবে গত জাতীয় নির্বাচনের আগে খিউকুশিন কারাতেকে আলাদা এসোসিয়েশনের স্বীকৃতি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। বিভিন্ন চাপ এবং তদবিরে জাতীয় ক্রীড়া পরিষদের আরও অনেক ফেডারেশন-অ্যাসোসিয়েশনের জন্ম দেয়ার ঘটনাও দেখা গেছে। জুজুৎসু, সেপাক টেকরো, থ্রোবল, বাশাআপ, মাউন্টেরিং, চুকবলের মতো অপ্রচলিত অনেক খেলাকেই অ্যাসোসিয়েশনের স্বীকৃতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেখানে প্রায় সমধর্মী খেলা তায়কোয়ান্দো, তায়কোয়ানডো, কারাতে ও মার্শাল আর্ট আলাদা আলাদা ফেডারেশন রয়েছে।    

 

৩ অ্যাসোসিয়েশনের বিলুপ্তিতে এখন জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ফেডারেশন-অ্যাসোসিয়েশনের সংখ্যা হয়েছে ৫২টি। ফুটবল ও ক্রিকেট বাদে অন্য ফেডারেশন-অ্যাসোসিয়েশনে অ্যাডহক কমিটি গঠন করছে জাতীয় ক্রীড়া পরিষদ। ইতোমধ্যে কয়েকটি ধাপে ৪৭ ফেডারেশন-অ্যাসোসিয়েশনের কমিটি গঠন হয়েছে। বাকি তিনটির মধ্যে মহিলা ক্রীড়া সংস্থা, শুটিং ফেডারেশনের কমিটি এখনো প্রকাশিত হয়নি। 

]]>
সম্পূর্ণ পড়ুন