ক্রিকেটের কাছে আরেকটা সুযোগ চাওয়া নায়ার ৮ বছর পর ভারত দলে ফেরার দ্বারপ্রান্তে?

২ সপ্তাহ আগে
৮ বছর আগে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন। এমন একজনকে কোনো টিম কখন পুনরায় বিবেচনা করবে? নিশ্চিতভাবেই অসাধারণ কিছু করলে। ভারতের হয়ে ৬টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলা করুন নায়ার তার চেয়েও বেশি করেছেন।

করুন নায়ার কী করেছেন তার ফিরিস্তি শুনুন।


এবারের বিজয় হাজারে ট্রফিতে ব্যাটকে দিয়ে কথা বলাচ্ছেন ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার। ওয়ানডে ফরম্যাটের এই প্রতিযোগিতায় ৭ ইনিংসে করেছেন ৭৫২ রান। প্রশ্ন আসতে পারে, এতে আর অসাধারণের কী হলো! নায়ার সর্বোচ্চ রান সংগ্রাহক, দ্বিতীয় স্থানে থাকা মায়াঙ্ক আগরওয়াল ৯ ইনিংসে করেছেন ৬১৯। গড় এবং স্ট্রাইকরেটে চোখ বুলালেই স্পষ্ট হয় নায়ার কতটুকু অসাধ্য সাধন করেছেন।


আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলকে দেয়া হবে 'সাদা ব্লেজার'


বড়োদরায় আজ মহারাষ্ট্রের বিপক্ষে ৪৪ বলে ৮৮ রান করছেন বিদর্ভের নায়ার। শেষ পর্যন্ত অপরাজিতই ছিলেন। অপরাজিত বাকি ৬ ইনিংসের ৫টিতেই। সব মিলিয়ে ৭ ইনিংসে ৫ বার তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি, যার মধ্যে মাত্র একবার আউট। সত্যিই শুনেছেন, মাত্র একবার! ফলে গড়টাও রানের সমান ৭৫২, আর স্ট্রাইকরেট ১২৫.৯৬। আগরওয়ালের গড় ও স্ট্রাইকরেট যথাক্রমে ১০৩.১৬ ও ১২৫.৯৬। নায়ারের যাত্রাটা অসাধারণই তো!

Dear cricket, give me one more chance.🤞🏽

— Karun Nair (@karun126) December 10, 2022

২০১৬ সালে অভিষেক হওয়া নায়ার টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ভারতের হয়ে ৮টি ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে ইংল্যান্ডের সফরে চেন্নাইতে দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন, এখন পর্যন্ত তিনিই ভারতের শেষ ট্রিপল সেঞ্চুরিয়ান। ম্যাচটিতে ইনিংস ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া, নায়ার হয়েছিলেন ম্যাচসেরা। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভারতের ঠিক পরের টেস্টে আজিঙ্কা রাহানেকে জায়গা করে দিতে বাদ পড়েছিলেন তিনি, ওই সিরিজটি ছিল বাংলাদেশের সঙ্গে। ওই বছরই শেষ বার ভারতের জার্সি গায়ে চাপিয়েছিলেন নায়ার।

No description available.ভারতের জার্সিতে শেষ ট্রিপল সেঞ্চুরিটি নায়ারের। ছবি: এপি


২০২২ সালে নায়ার এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করে লিখেছিলেন, ‘প্রিয় ক্রিকেট আমাকে আরেকটা সুযোগ দাও’। ক্রিকেট তাকে সুযোগ দিয়েছে, দারুণ ফর্মেই রয়েছেন এই ক্রিকেটার। অধিকন্তু তার জন্য দরজা খুলে যেতে পারে জাতীয় দলের! বিজয় হাজারের পারফরম্যান্স দিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢোকার আবেদন তৈরি করে ফেলেছেন তিনি। তাকে দলে অন্তর্ভুক্ত করার ব্যাপার নিয়ে ভারতীয় গণমাধ্যমে জোর আলোচনা চলছে।


আরও পড়ুন: ভারতীয় দল না গেলেও রোহিত শর্মা পাকিস্তানে যাচ্ছেন!


নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হওয়ার পর অস্ট্রেলিয়ায় সিরিজ হারা ভারত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও দল ঘোষণা করেনি। বেশ কয়েকটি সিরিজ ধরে ব্যাটিং সমস্যায় ভোগা দলটির জন্য ফর্ম বিবেচনায় নায়ার হতে পারেন ত্রাণকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন