ক্রিকেটার রুবেলের ভাতিজা নিখোঁজ

২ দিন আগে
জাতীয় ক্রিকেট দলের এক সময়ের সুপরিচিত মুখ রুবেল হোসেন। তার বড় ভাইয়ের ১৪ বছর বয়সি ছেলে হারিয়ে গেছেন বলে জানিয়েছেন। তামিম হোসেন নামে ওই ছেলের সন্ধান চেয়ে রুবেল একটি বার্তা দিয়েছেন।

এক ফেসবুক পোস্টে রুবেল জানিয়েছেন, বুধবার (৭ মে) সন্ধ্যা ৬টার পর থেকে তামিম বাগেরহাটের ইসলামিয়া ক্যাডেট অ্যাকাডেমি থেকে নিখোঁজ। কেউ সন্ধান পেলে যেন তার দেওয়া নম্বরে যোগাযোগ করেন।
ফেসবুক পোস্টটি নিচে তুলে দেওয়া হলো-


‘আমি পেসার রুবেল হোসেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছি। আজকের দিনটি আমার জন্য বেদনার। আমার বড় ভাইয়ের ছেলে হাফেজ তামিম হোসেন বয়স ১৪ বছর। বাগেরহাট ইসলামিয়া ক্যাডেট একাডেমি থেকে আনুমানিক সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ রয়েছে। কেউ যদি তাকে খুঁজে পান, নিচে দেয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল। মোবাইল নম্বর: +৮৮০১৯৬০০৭০৪১৩।’


আরও পড়ুন: টাইগারদের পাকিস্তান সফর এখনই স্থগিত নয়

]]>
সম্পূর্ণ পড়ুন