গত সোমবার (১৮ নভেম্বর) কভেন্ট্রি ক্যাথেড্রালে এক অনুষ্ঠানে মঈনকে এই সম্মাননা দেয়া হয়। মঈনকে ডক্টরেট ডিগ্রি প্রদানের ব্যাখ্যায় কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ‘ক্রিকেট খেলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা মঈন আলীকে সম্মানসূচক ডক্টরেট অব আর্টসে ভূষিত করছি। তাকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।’
বিশেষ সম্মাননা পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় মঈন বলেন, ‘কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় আমাকে এই চমকপ্রদ সম্মানে ভূষিত করায় আমি রোমাঞ্চিত। এর অংশ হতে পারা এবং শিক্ষার্থীদের সঙ্গে দিনটি কাটানো দারুণ ব্যাপার। আমি সব সময় আমার সাধ্যমতো সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি আর ইংল্যান্ডের হয়ে খেলি না। তবে এখনো মানুষ আমার কাছে এসে বলে- “তুমি যেভাবে খেলেছ, সেটা দেখেই আমার সন্তান খেলে।” এটাই খেলাধুলার সাফল্য।’
আরও পড়ুন: এনসিএলেও কেন দল পেলেন না সাব্বির?
ফাইনালের অভিশাপ ঘুচিয়ে ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা যেতে ইংল্যান্ড। ইংলিশদের সেই বিশ্বজয়ী দলের অন্যতম সদস্য মঈন আলী। ৩ বছর পর ইংল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও বড় ভূমিকা রাখেন মঈন। ইংল্যান্ডকে ১৩ ম্যাচে নেতৃত্ব দেয়া মঈন তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ২৯৮ ম্যাচ। তাতে ৬৬৭৮ রান করার পাশাপাশি ৩৬৬ উইকেট নিয়েছেন তিনি।
গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মঈন আলী। দেশের জার্সিতে না খেললেও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন এই তারকা। আসন্ন বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলার কথা রয়েছে তার।
]]>