মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে র্যাব-৯ এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে স্থানীয় একটি ক্রাশার মিলের গোপন গর্ত থেকে এসব সাদাপাথর জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৯ এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী এবং সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াত।
আরও পড়ুন: সাদাপাথর লুট: জড়িতদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ইউএনও খোশনূর রুবাইয়াত বলেন, ‘মাটির নিচে লুকানো অবস্থায় দেড় লাখ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়েছে। বর্তমানে পাথরগুলো প্রাথমিকভাবে জব্দ করা হয়েছে। মালিকানা শনাক্তে তদন্ত চলছে।’
]]>