ক্রাউন প্রিন্সের ইমামতিতে সৌদি গ্র্যান্ড মুফতির জানাজা সম্পন্ন

১ সপ্তাহে আগে
সৌদি আরবের প্রধান মুফতি, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ এর জানাজা সম্পন্ন হয়েছে। রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর  ১ রবিউস সানি ১৪৪৭ হিজরিতে ইন্তেকাল করেন। 

 

তিনি ছিলেন সৌদি আরবের তৃতীয় গ্র্যান্ড মুফতি, সিনিয়র আলেমদের কাউন্সিলের চেয়ারম্যান এবং সাধারণ গবেষণা ও ইফতার প্রধান। দীর্ঘ ২৬ বছর এই পদে থেকে তিনি ইসলামের খেদমত করে গেছেন।

 

১৯৪৩ খ্রিষ্টাব্দে মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করা শেখ আল-শেইখ শৈশবেই পিতাকে হারান। অল্প বয়সে কুরআন হিফজ করেন এবং শারিয়াহ শাস্ত্রে উচ্চতর শিক্ষা লাভ করেন। চোখের দৃষ্টি হারালেও তার জ্ঞানার্জনের অদম্য সাধনা থেমে যায়নি। তিনি শেখ আব্দুলআজিজ বিন বাজসহ সমসাময়িক প্রখ্যাত আলেমদের থেকে শিক্ষা গ্রহণ করেন।

 

তিনি শিক্ষকতা জীবন শুরু করেন ইমাম দাওয়াহ ইনস্টিটিউটে, পরবর্তীতে ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় ও উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণার মাধ্যমে অসংখ্য ছাত্র-শিক্ষক তৈরি করেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। হজের সময় আরাফাতের ময়দানে তার দেওয়া খুতবা ইসলামী বিশ্বে গভীর প্রভাব ফেলেছে।

 

শেখ আব্দুল আজিজ ইসলামী আকীদা, ইবাদত, ফিকহ ও সমসাময়িক বহু বিষয়ে ফতোয়া প্রদান করেছেন। তার গ্রন্থ ও খুতবার সংকলন বিশ্বজুড়ে মুসলমানদের জন্য দিকনির্দেশনা হয়ে আছে।

 

শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসর নেন।

]]>
সম্পূর্ণ পড়ুন