ক্যাম্পাসে সন্ত্রাস ফিরিয়ে আনতে বিশৃঙ্খলা চালাচ্ছে একটি পক্ষ: শিবির সভাপতি

৬ দিন আগে
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরিয়ে আনতে একটি পক্ষ নানা ধরনের বিশৃঙ্খলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।


জাহিদুল ইসলাম বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানারকম যড়যন্ত্র করছে। ছাত্র সমাজ তা মেনে নেবে না।


শিবির সভাপতি বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড ফিরিয়ে আনতে নানা ধরনের বিশৃঙ্খলা চালাচ্ছে একটি পক্ষ।
 

আরও পড়ুন: নির্বাচন নিয়ে যে শঙ্কার কথা জানালেন গোলাম পরওয়ার


জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, এখনও সচিবালয়সহ দেশের গুরুত্বপূর্ণ পদে পতিত স্বৈরাচার সরকারের আস্থাভাজনরা বসে আছে, চালাচ্ছে সেই আগের মতো করেই।


জুলাই সনদ প্রকাশের দাবিতে সরকারকে চাপে রাখার পাশাপাশি অন্য সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারও দেন তিনি।


পরে ৩৬ দিনব্যাপী জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে ১১ পদক্ষেপ ঘোষণা করে ছাত্রশিবির।

]]>
সম্পূর্ণ পড়ুন