স্কুল শিক্ষার্থীদের এমন হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। চিত্রনায়িকা পরীমণি কোমলমতি শিশুদের এমন ছবি দেখে প্যানিক অ্যাটাকের শিকার হয়েছেন। তিনি জানিয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) ফেসবুকে তার অবস্থান উল্লেখ করেছিলেন একটি বেসরকারি হাসপাতালের ঠিকানা।
আরও পড়ুন: ‘নেগেটিভ’ ব্লাড গ্রুপের ব্যক্তিদের হাসপাতালে যেতে বললেন শাকিব খান
সেই হাসপাতাল থেকে ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয় পরীমণির ফেসবুক পেজ থেকে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি; হাতে ক্যানোলা ও স্যালাইনের টিউব। বিছানার ওপরেই বসে ছেলে পুণ্য; বসে আছেন পরীর পাশে। একটু পর পর ছেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন পরীমণি।
বোঝা গেল, এতটাই ট্রমাটাইজড হয়েছেন নায়িকা, যেন নিজেকে শান্তনা দিতে ছেলেকে কাছে টেনে নিচ্ছেন, জড়িয়ে ধরছেন, শরীরে হাত নেড়ে দিচ্ছেন- বারবার। ভিডিওতে লিখেছেন, ‘সব সময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়! যায় না তো।’
আরও পড়ুন: বিমান দুর্ঘটনার ছবি দেখে প্যানিক অ্যাটাক পরীমণির, হাসপাতালে ভর্তি
এদিকে নেটিজেনরা যেমন মাইলস্টোনের দুর্ঘটনাটি নিয়ে মর্মাহত, তেমনি পরীর এই অসুস্থতা নিয়েও চিন্তিত। একজন লিখেছেন, ‘বাবাটার (ছেলে পুণ্য) জন্য হলেও সুস্থ থাকো আপু,ওর আর কে আছে তুমি ছাড়া।’