প্রথম হাফে ডর্টমুন্ডের আক্রমণের কোনো জবাব দিতে পারেনি রামোসের দল মন্টেরে। সেরহো গিরাসি প্রথম হাফে করেন দুই গোল। প্রথম গোলটি আসে ম্যাচের ১৪তম মিনিটে। তার ঠিক দশ মিনিট পর (২৪তম) দ্বিতীয় গোলটি করেন গিনির এই স্ট্রাইকার। পুরো প্রথম হাফ আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল জার্মান ক্লাবটি।
তবে দ্বিতীয় হাফেই বদলে যায় মন্টেরে। দ্বিতীয় হাফ শুরুর তৃতীয় মিনিটেই এক গোল শোধ দেয় তারা। ৪৮তম মিনিটে জার্মান বার্টেরেম গোল করে মন্টেরে আশার আলো দেখান। এমন কি, ম্যাচে সমতাও ফিরিয়েছিল তারা। তবে অফসাইডের কারণ গোলটি বাদ হয়ে যায়।
আরও পড়ুন: জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ
ম্যাচ শেষের ঠিক আগে সার্জিও রামোসের একটি হেড পোস্ট ঘেঁষে চলে যায়। শেষ পর্যন্ত আর গোল করে সমতায় ফিরতে পারেনি মন্টেরে। ফলে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো রামোসের দলকে।
এদিকে শেষ আটে উঠে কঠিন প্রতিপক্ষকে পেয়েছে ডর্টমুন্ড। কোয়ার্টারে তারা খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। যারা এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। এর আগে শেষ ষোলোর ম্যাচে রিয়াল ১-০ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে।