কোহলির রেকর্ডের দিন ভারতের দারুণ জয়

৪ দিন আগে
ওয়ানডে ক্রিকেটে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে কোহলি খেলেছেন এক অসাধারণ ইনিংস। তবে আরেকটি শতকের আক্ষেপ নিয়ে আউট হতে হয়েছে তাকে। এদিকে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল গিলের দল।

গুজরাটের বডোদরায় রোববার (১১ জানুয়ারি) দিবা-রাত্রির প্রথম ওয়ানডেতে কিউইদের ৪ উইকেটে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩০০ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় সফরকারীরা। জবাবে ১ ওভার এবং ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এদিন দুটি রেকর্ড গড়লেও ৭ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি।


গুজরাটে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে কোনো সেঞ্চুরি ছাড়াই ৮ উইকেটে ৩০০ রান করে কিউইরা। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন ড্যারেল মিচেল। ৬২ রান করেন হেনরি নিকোল। ৫৬ রান আসে ডেভন কনওয়ের ব্যাট থেকে।


লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩৯ রানে ফেরেন ওপেনার রোহিত শর্মা। সাবেক এই অধিনায়ক আউট হওয়ার পর ব্যাট করতে নামেন রিবাট কোহলি। কোহলি ব্যাটিংয়ে নেমে স্বাচ্ছন্দ্যেই ব্যাটিং করছিলেন। ফিফটির পর সেঞ্চুরির পথেই ছিলেন। কিন্তু সেঞ্চুরির ঠিক দোর গোড়ায় গিয়ে হোঁচট খান তিনি।


আরও পড়ুন: আইপিএল নয়, অন্য তিন ফ্যাঞ্চাইজি লিগকে শীর্ষে রাখছে উইজডেন 


৩৯.১ ওভারে দলীয় ২৩৪ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন কোহলি। তার আগে ৯১ বলে ৮টি চার আর এক ছক্কায় ৯৩ রান করে ফেরেন এই তারকা ব্যাটসম্যান।


এদিন সেঞ্চুরি না পেলেও দুটি রেকর্ড গড়েছেন কোহলি। ২৫ রান করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। আর ৯৩ রান করার মধ্য দিয়ে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যান কোহলি।


কোহলি আউট হওয়ার পর এক রানের জন্য ফিফটি মিস করেন শ্রেয়াস আইয়ার। এরপর লোকেশ রাহুল ও হারশিত রানা দলকে জয়ের দুয়ারে নিয়ে যান। হারশিত ২৩ বলে ২৯ রানে ফিরে গেলেও ২১ বলে ২৯ রানের অনবদ্য ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন উইকেটকিপার ব্যাটসম্যান লোকেশ রাহুল।

]]>
সম্পূর্ণ পড়ুন