তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন মাউন্দে নদী সংলগ্ন এলাকায়। অভিযানের সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেয়া হলে তিনি তা অমান্য করে পালানোর চেষ্টা করেন।
এ সময় অভিযানে থাকা সদস্যরা আত্মসমর্পণের আহ্বানে দু’ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে বনভূমির গভীরে পালিয়ে যান। পরে ওই ব্যাগ তল্লাশি করে একটি একনলা বন্দুক ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা, সবশেষ জরিপে কত?
জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
আরও পড়ুন: সুন্দরবনে মাছ ধরায় ৫ জেলে আটক, নৌকা-জাল জব্দ
তিনি আরও বলেন, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
]]>