আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচের পর অক্টোবরেই ফের মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
অক্টোবরে ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে–যা আগেই জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম গ্লোবো। এবার ব্রাজিলের ফুটবলের অভিভাবক সংস্থা কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ) সেই দুই ম্যাচের সূচি প্রকাশ করেছে। অক্টোবরে এশিয়া সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এবং এর চারদিন পর জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচদুটি যথাক্রমে দক্ষিণ কোরিয়ার সিউল ও জাপানের টোকিওতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে গ্লোবো।
আরও পড়ুন: নেইমার-রদ্রিগোকে দলে না রাখার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। আর জাপানের বিপক্ষে ম্যাচটি ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এটি (জাপানের বিপক্ষে) ঐতিহ্যবাহী 'কিরিন কাপ'–এর অংশ হিসেবে একটি প্রীতি ম্যাচ।
ব্রাজিল জাতীয় দলের পুরুষ বিভাগের সাধারণ নির্বাহী সমন্বয়করদ্রিগো কাইতানো বলেন, 'ব্রাজিল এরই মধ্যে জাপান ও কোরিয়ার মুখোমুখি হয়েছে বিভিন্ন বিশ্বকাপে। ওদের খেলা আলাদা ধাঁচের — খেলোয়াড়রা ক্রমাগত দৌড়ায়, মাঠজুড়ে প্রায় ছায়ার মতো মার্কিং করে। বিশ্বকাপের আগে আমাদের ফুটবলারদের এসব চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া খুবই গুরুত্বপূর্ণ, যেন ২০২৬ সালে সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত থাকতে পারে।'
২০২২ এর কাতার বিশ্বকাপের আগেও একই সূচি অনুসরণ করেছিল ব্রাজিল। কাতার বিশ্বকাপ নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় সে বছর জুনে এশিয়া সফরে গিয়েছিল ব্রাজিল। প্রথম ম্যাচে সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয়, আর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে ১-০ গোলে হারায় জাপানকে।
এর আগে রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি পর্বেও জাপান ছিল ব্রাজিলের প্রতিপক্ষ। ২০১৭ সালের নভেম্বরে ফ্রান্সের লিলে স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ৩-১ গোলে জয় পায় ব্রাজিল। আর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল ব্রাজিল, সে ম্যাচে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল সেলেসাওদের।
আরও পড়ুন: আর্জেন্টাইন কোচকে নিয়োগ দিল বসুন্ধরা কিংস
২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিল অন্তত ছয়টি প্রীতি ম্যাচ খেলবে। অক্টোবর উইন্ডোতে দুই এশীয় প্রতিপক্ষ, নভেম্বরে আফ্রিকান দলের বিপক্ষে এবং মার্চে ইউরোপীয় দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের চেষ্টা চালাচ্ছে সিবিএফ। ইউরোপ বা আমেরিকার মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচগুলো বাণিজ্যিক চুক্তির ওপর নির্ভর করবে।
২০২৬ সালের জুনেও প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকছে, যা বিশ্বকাপ প্রস্তুতির অংশ। ব্রাজিল দুইটি ম্যাচ খেলতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে ডিসেম্বরের ড্র-এর পর কোচিং স্টাফের মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।