কোরবানির পশু জবাইয়ের আগে তাকে বশে আনার সময়, কোরবানির মাংস কাটতে গিয়ে ধারালো চাকুর আঘাতে বা অনভিজ্ঞ জবেহকারীর অসাবধানতার কারণেই গুরুতর জখম হয়ে হাসপাতালে ছুটে এসেছেন অনেকেই।
তাদের অভিযোগ, ঢাকা মেডিকেলে এসে দীর্ঘ সময় বসে থাকলেও মেলেনি সঠিক চিকিৎসা।
আরও পড়ুন: বর্জ্য অপসারণে সিটি করপোরেশনের সফলতা
তবে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাইলে, কেউই ডিরেক্টরের অনুমতি ছাড়া বক্তব্য দিতে রাজি হননি। ডিরেক্টরকেও পাওয়া যায়নি তার কক্ষে।
কোরবানির দিন আগাম প্রস্তুতির ঘাটতির কারণে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ও হাসপাতাল ব্যবস্থাপনার দুর্বলতার কারণে আহতদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।