কোনো বিজয় র‌্যালি করতে চাচ্ছি না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি: ফরহাদ

৩ সপ্তাহ আগে
নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন এটা আমার জন্য শিক্ষার্থীদের আমানত। আমি যেন আদায় করতে পারি। আমার ভুল ত্রুটি হলে শিক্ষার্থীরা আমাকে শুধরে দেবেন জয়ের পর এমন কথা বলেছেন ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফল ঘোষণার পর সিনেট ভবনের সামনে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

 

এর আর আগে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, 

ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। এখানে জয়-পরাজয়ের কিছু নেই। জুলাই বিপ্লবের সকল শহীদদের স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, আজাদী আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি। ছাত্রলীগের নির্যাতনে যত জন শহীদ হয়েছেন সকল শহীদদের স্মরণ করছি। 

 

তিনি বলেন, 

ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের ওপর নেতৃত্বের আমানত দিয়েছেন। সে আমার মতের যথাযথ হক আমরা আদায় করব ইনশাআল্লাহ। স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমরা থাকবো। আমি ভিপি হিসেবে পরিচয় দিতে চাই না। বোনের ভাই, ভাইয়ের ভাই হিসেবে পরিচয় দিতে চাই। যেভাবে আগে দেখেছেন পরেও সেভাবেই দেখবেন। আমাদের সবটুকু দিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে থাকবো ইনশাল্লাহ।

 

তিনি আরও বলেন, 

আমাদের ক্যাম্পাসকে সবার জন্য নিরাপদ ক্যাম্পাস হিসেবে উপহার দিব। সব দল-মত মিলে একসাথে কাজ করব। পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে পরিণত করব।

 

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে কে কত ভোট পেয়ে জিতলেন?

 

প্রথম বর্ষ থেকেই চমৎকার একাডেমিক এনভারমেন্ট এখানে পাবেন শিক্ষার্থীরা এ কথা উল্লেখ করে তিনি বলেন, নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলবো। সবার কাছে দোয়া চাচ্ছি। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা‌। যারা আমাদের সাথে একসাথে নির্বাচন করেছেন, তারা প্রত্যেকে আমাদের জন্য একেক জন উপদেষ্টা। সবাইকে নিয়ে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করব।

 

ডাকসু নির্বাচন কভার করতে গিয়ে গতকাল একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন, তাকে আমরা স্মরণ করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন বলেও জানান তিনি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন