বুধবার (২ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন।
তিনি বলেছেন, ‘পিআর পদ্ধতি প্রাকটিক্যাল না, জুলাই সনদ নিয়ে কথা হয়েছে, সবাই একমত হলেই দেয়া যেতে পারে।’
পার্থ বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য স্বস্তির জায়গা তৈরি হয়েছে, ঠিক ওই সময় পিআর পদ্ধতিতে নির্বাচন প্রাকটিক্যাল না। পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে কোন ষড়যন্ত্র বা নির্বাচনকে পেছানোর কোন ষড়যন্ত্র কিনা তা ভেবে দেখা উচিৎ।’