তিনি জানান, যেকোনো টুর্নামেন্ট শুরুর আগে নাকি সারারাত কান্না করেন। অথচ বেশিরভাগ ক্রিকেটারেই ম্যাচের আগের দিন নিজেদের মানসিকভাবে প্রস্তুত ও আত্মবিশ্বাসী রাখার চেষ্টা করে। কিন্তু বরুণ এমনটা কেন করেন?
‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ নামক এক অনুষ্ঠানে এ স্পিনার বলেন, ‘শুরুটা আমি খুব খারাপ করি। যখনই কোনো নতুন টুর্নামেন্ট শুরু হতে যায়, আমি খুব খারাপভাবে শুরু করি। আমি সারারাত কাঁদি। আমার ব্যাপারটা অনেকটা হয়, আগামীকাল কী হবে ? জানি না, কী হতে চলেছে। প্রত্যেকটা টুর্নামেন্টে এমনটা হয়। এই এশিয়া কাপেও তাই হয়েছিল।’
আরও পড়ুন: ক্রিকেটারদের নিয়ে বর্ণবাদী আচরণের প্রতি বিরক্ত সিমন্স
বড় মঞ্চের জন্য বরাবর নিজের সেরাটা বাঁচিয়ে রাখার অভ্যাস বরুণ চক্রবর্তীর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন ভারতের সর্বাধিক উইকেট-শিকারি। তার ঝুলিতে এসেছিল ৯টি উইকেট। সবশেষ এশিয়া কাপেও ছিলেন সফল। পেয়েছিলেন ৭ উইকেট। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি। তবে নিজেকে এখনো সেরা মনে করেন না বরুণ। তার চোখে নাম্বার ওয়ান স্বদেশি সতীর্থ জাসপ্রিত বুমরাহ।
তিনি বলেন, ‘‘আমি এখন দাবা দেখি। গুকেশ যখন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, উনি বলেছিলেন, ‘আমি এখন বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি, কিন্তু সকলেই জানেন ম্যাগনাস কার্লসেন এক নাম্বার খেলোয়াড়।’ সেরকমই আমি এক নাম্বার হতে পারি, কিন্তু এক নাম্বার সবসময় বুমরাহ। এছাড়া সুনীল নারায়ণ, রশিদ খানরাও আছেন। আমি ভালো করছি, কিন্তু আমার এখনও ওই অবস্থানে পৌঁছাতে সময় লাগবে।’
আরও পড়ুন: ক্যামেরন গ্রিনের ইনজুরি, ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বদলি লাবুশেন
অস্ট্রেলিয়ার সফরের টি-টোয়েন্টি দলে থাকলেও ওয়ানডে দলে নেই বরুণ। যা নিয়ে অসন্তুষ্ট তিনি। সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওয়ানডে দলে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুলেছেন তিনি।
এ স্পিনার বলেন, ‘আমি প্রতিটি দলেই থাকব বলে আশা করি। কিন্তু নির্বাচকরা ঠিক কী ভাবছেন সেটা ভাবার ব্যাপার। হয়তো অস্ট্রেলিয়ার পিচে আমার কম সুযোগ আছে। এটা কেবল পিচের কন্ডিশনের উপরই নির্ভর করে। আমি যেকোনো কিছু অনুভব করতেই পারি, কিন্তু পিচের চাহিদা সম্পূর্ণ ভিন্ন। যদি খেয়াল করে দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমাকে যশস্বী জয়সওয়ালের বদলি হিসেবে আনা হয়েছিল।’
 

 ১ সপ্তাহে আগে
                        ৩
                        ১ সপ্তাহে আগে
                        ৩
                    







 Bengali (BD)  ·
                        Bengali (BD)  ·        English (US)  ·
                        English (US)  ·