কোচের সঙ্গে দ্বন্দ্বে জয় হলো লেভানদোভস্কিরই

৩ সপ্তাহ আগে
জয় তাহলে রবার্ট লেভানদভস্কিরই হলো। দীর্ঘ ক্যারিয়ারে পোল্যান্ডের এই ফুটবলার কম জেতেননি, কিন্তু এবারেরটা বাকিগুলোর চেয়ে আলাদা। এই জয় যে মাঠের ফুটবলে পাওয়া জয় নয়, বরং কোচের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে জিতলেন বার্সেলোনার ৩৬ বছর বয়সী স্ট্রাইকার।

পোল্যান্ড জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন মাইকেল প্রোবিয়েজ। গতকাল বুধবার (১১ জুন) বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে হারের পর আজ কোচের পদ ছাড়লেন তিনি। এই হারে পোলিশদের আগামী বিশ্বকাপে খেলার পথ কঠিন হয়ে গেল।\


প্রোবিয়েজের পদত্যাগের আসল কারণতা অবশ্য রবার্ট লেভানদোভস্কির সঙ্গে দ্বন্দ্ব। যে দ্বন্দ্বে সূত্র ধরে এউই কোচের অধীনে আর কখনোই পোল্যান্ডের জার্সিতে খেলবেন না বলে ঘোষণা দিয়েছিলেন ৩৬ বছর বয়সী বার্সেলোনা তারকা। এরপর তাকে ছাড়া ফিনল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই বিপত্তি। ম্যাচ হেরে এখন বিশ্বকাপ খেলা নিয়েই শঙ্কায় পোলিশরা।


আরও পড়ুন: ভারতকে ছাড়াই ৪ দলকে নিয়ে কিংস অ্যারেনায় নারী সাফ


বাছাই পর্বে জি গ্রুপে থাকা পোল্যান্ড ৩ ম্যাচ ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে। শীর্ষে থাকা ফিনল্যান্ডের সংগ্রহ ৪ ম্যাচে ৭ পয়েন্ট। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে।


পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে প্রোবিয়েজের বক্তব্য প্রকাশ করেছে। সেখানে পদত্যাগের ঘোষণায় এই ৫২ বছর বয়সী কোচ বলেছেন, 'আমি সিদ্ধান্তে পৌঁছেছি যে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় দলের মঙ্গলের জন্য আমার প্রধান কোচের পদ থেকে পদত্যাগই সর্বোত্তম সিদ্ধান্ত।'


দ্বন্দ্বের সূত্রপাত এই সপ্তাহের শুরুতে। প্রোবিয়েজ ফিনল্যান্ডের বিপক্ষে পোল্যান্ডের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে লেভানদোভস্কিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেন এবং ইন্টার মিলানের মিডফিল্ডার পিতর জিয়েলিনস্কিকে নতুন অধিনায়ক বানান। যার প্রতিক্রিয়ায় বার্সেলোনার তারকা ঘোষণা দেন যে, যতদিন প্রোবিয়েজ পোল্যান্ডের কোচের দায়িত্বে থাকবেন, তিনি আর দেশের জার্সি গায়ে চাপাবেন না। 


আরও পড়ুন: ফেনীতে পৌঁছে ভালোবাসায় সিক্ত ফাহামেদুল


৩৬ বছর বয়সী লেভানদোভস্কি তার দেশের পক্ষে সর্বোচ্চ ১৫৮টি ম্যাচ খেলেছেন এবং ৮৫ গোল করে দেশটির জার্সিতে সর্বোচ্চ গোলদাতা তিনিই। লেভানদোভস্কি গত শুক্রবার মলদোভার বিপক্ষে প্রীতি ম্যাচ থেকে সরে দাঁড়ান, কারণ হিসেবে জানান বার্সেলোনার হয়ে লা লিগাজয়ী মৌসুমের ক্লান্তির কথা।


ফার্নান্দো সান্তোসের হতাশাজনক মেয়াদের পর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দায়িত্ব নেওয়া প্রোবিয়েজ ইউরো ২০২৪-এ পোল্যান্ডকে কোয়ালিফাই করাতে সক্ষম হন, তবে এরপর থেকে সংগ্রাম করছেন। পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চেজারি কুলেশা বুধবার প্রোবিয়েজকে ডেকে পাঠান বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। এরপরেই এলো পদত্যাগের ঘোষণা।

]]>
সম্পূর্ণ পড়ুন