পছন্দের তারকা ফুটবলারকে কাছে পেয়েই আনন্দে আত্মহারা খুদে ফুটবলারা। কেউ নিচ্ছে অটোগ্রাফ আবার কেউ ফ্রেমবন্দী করে রাখছে প্রিয় ফুটবলারের সঙ্গে কাটানো মুহূর্ত। দীর্ঘদিন পর দেশে ফিরেই বাফুফে ফুটবল একাডেমির খুদে ফুটবলারদের কাছে ছুটে যান জামাল ভূঁইয়া, তুলে দেন নতুন জার্সি।
জাতীয় দলের অধিনায়ককে ছাড়াই চলছে এবারের প্রিমিয়ার লিগ। তবে সেই আক্ষেপ ভুলে, জামাল আশার আলো দেখছেন জাতীয় দল নিয়ে। খুব শিগগিরই লেস্টার সিটির ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর সঙ্গে মাঠে দেখা যাবে জামালকে। দলের শক্তিমত্ত্বা বাড়াতে হামজার মতো একাধিক ফুটবলার লাল সবুজ জার্সিতে দেখতে চান জাতীয় দলের অধিনায়ক।
গণমাধ্যমকে জামাল বলেন, ‘এটা বাংলাদেশের জন্য বড় অর্জন। কারণ উনি সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে (ইংলিশ প্রিমিয়ার লিগ) খেলছেন। আরও তিন-চার হামজা থাকলে সেটা তো দেশের জন্যই ভালো। হামজা আসলে এটা সবার জন্যই ভালো।’
আরও পড়ুন: হামজার সঙ্গে সাক্ষাৎ বাফুফে সভাপতির
চুক্তি জটিলতার কারণে এবারের বিপিএল মাঠের বাইরে জামাল। আবহানীর সঙ্গে পারিশ্রমিক নিয়ে বিতর্কের পর ব্রাদার্স ইউনিয়নে নাম লেখালেও নিবন্ধনের ডেডলাইন পার হওয়ায় মাঠের বাইরে তিনি। তবে খেলার বাইরে থাকলেও চালিয়ে গেছেন নিয়মিত অনুশীলন। সব ঠিক থাকলে লিগের দ্বিতীয় পর্বে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে দেখা যাবে লাল সবুজ অধিনায়ককে।
এ বিষয়ে তিনি বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে এটা নিশ্চিত করব। আবাহনীর সঙ্গে যেটা হয়েছে, সেখানে আমার কিছু করার ছিল না। সেটা ওনাদের সিদ্ধান্ত। আমি ডেনমার্কে ছিলাম, সেখানে একটি লোকাল ক্লাবের সঙ্গে ছিলাম। ওখানে অনুশীলন করেছি, খেলেছি।’
খেলোয়াড়ী ক্যারিয়ারের পাশাপাশি কোচিংয়েও নাম লেখাচ্ছেন জেবিসিক্স। তাইতো ডেনমার্ক থেকে ফিরেই অংশ নিলেন কোচিং ডিপ্লোমা কোর্সে। জাতীয় দলের বর্তমান-সাবেক খেলোয়াড় এবং কোচসহ মোট ২৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন বাফুফে আয়োজিত এএফসির ‘এ’ ডিপ্লোমা কোচিং কোর্সে।
আরও পড়ুন: কাবরেরা ও বাটলারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাফুফে
]]>