শুক্রবার (২৬ ডিসেম্বর) উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, এক ভবনের দেয়াল এসে ঢুকে পড়েছে আরেক ভবনে। জানালা ভেঙে চুরমার হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের আসবাবপত্র।
স্থানীয়রা জানান, প্রচণ্ড বিস্ফোরণের কারণে আঁতকে ওঠেন আশপাশের মানুষ। ভূমিকম্প ভেবে ঘর থেকে বেরিয়ে পড়েন অনেকে। ছুটির দিন থাকায় সেদিন মাদরাসায় আসেনি শিক্ষার্থীরা। নইলে আশঙ্কা ছিল বড় বিপর্যয়ের।
শনিবার সকালে ঘটনাস্থলে আসে সিআইডি ও বোম্ব ডিসপোজাল ইউনিট। উদ্ধার করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ।
আরও পড়ুন: মগবাজারে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত
মাদরাসার ভেতর এত সব রাসায়নিক পদার্থ কীভাবে এলো এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি পুলিশ।
ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মাদরাসার পরিচালক শেখ আলামিনের স্ত্রী আছিয়া বেগমকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে আরও দুজনকে। তবে পলাতক রয়েছে মূল সন্দেহভাজন আলামিন। যার নামে বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।
সামনে জাতীয় নির্বাচন ঘিরে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, এমন প্রশ্নের উত্তরে পুলিশ জানায়, মূল আসামিকে গ্রেফতার করা হলে বিস্তারিত জানা যাবে।

২ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·