বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশের পর অনেকেই আবিষ্কার করেন, অন্যান্য বিষয়ে উচ্চ নম্বর পাওয়া সত্ত্বেও এই একটি বিষয়ে অস্বাভাবিকভাবে নম্বর কম। এতে অনেক শিক্ষার্থীর জিপিএ কমে গেছে।
জানা গেছে, এই কেন্দ্রে মোট ৮টি স্কুলের ৮৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। জিপিএ কমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে দুশ্চিন্তায় পড়েছে।
একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছে, ‘আমরা সব বিষয়ে ৯৫-এর বেশি পেয়েছি, অথচ এই একটি বিষয়ে অর্ধেক নম্বর কমে গেছে। এতে আমাদের রেজাল্ট নষ্ট হয়েছে, ভর্তি ঝুঁকির মধ্যে পড়েছে।’
আরও পড়ুন: নাছিমা কাদির মোল্লা স্কুলে ‘ম্যাজিক’, শতভাগ জিপিএ-৫
বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাইজুর রহমান বলেন, ‘আমাদের বিদ্যালয় থেকে ২৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সবাইকে ওই বিষয়ে ৫০ নম্বরের স্থলে ২৫ নম্বর দেয়া হয়েছে। এটা যে একটি কারিগরি ত্রুটি, তা বোর্ডকে জানানো হয়েছে।’
জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমা নাসরিন বলেন, ‘রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বোর্ড আগামী রোববারের মধ্যে সংশোধিত ফল প্রকাশের আশ্বাস দিয়েছে।’