মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিপুর রাস্তার মাথায় দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম সজীব কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর গ্রামের সফিকুর রহমানের ছেলে। কুমিল্লার ঢালুয়া হোমনাবাদ আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
হাইওয়ে পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফেনীতে আসেন সজীব। রাতে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের চাকা পিছলে সজীব রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়।
আরও পড়ুন: ফেনীতে বেদে পল্লীতে হামলা-লুটপাট, শ্রমিকদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন
পরে স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন আবুল কাশেম বলেন, শপিংয়ের জন্য নাঙ্গলকোট থেকে সাত বন্ধু তিনটি মোটরসাইকেলে ফেনীতে আসেন। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার এ অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: ফেনীতে বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেয়ার জন্য আবেদন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
]]>