কেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ক্লপ?

২ সপ্তাহ আগে
ইংলিশ ক্লাব লিভারপুলকে কীভাবে বদলে দিয়েছিলেন ইয়ুর্গেন ক্লপ, তা নিয়ে বোধহয় বিস্তর আলোচনা করার প্রয়োজন নেই। এক সময়ের প্রবল পরাক্রমশালী লিভারপুল তখন ধুঁকছিল। ইয়ুর্গেন ক্লপ এমন এক সময়ে অলরেডদের কোচ হয়ে আসেন। এরপর তো ইতিহাস। লিভারপুলকে পুনরায় ইউরোপসেরা বানালেন। প্রিমিয়ার লিগ যুগে প্রথমবারের মতো ইংল্যান্ডের চ্যাম্পিয়নও বানালেন। সম্ভাব্য সবকিছু জিতিয়ে এক মৌসুম আগে লিভারপুল ছেড়ে গেছেন ক্লপ।

তবে ক্লপ চাইলে হতে পারতেন আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ। ক্লাবটির পক্ষ থেকে নাকি তাকে প্রস্তাবও দিয়েছিল। কিন্তু ক্লপ সেই অফার লুফে নেওয়ার বদলে প্রত্যাখ্যান করেছেন, কিন্তু কেন? এতদিন পর এবার জানালেন রেডডেভিলদের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার আসল কারণ। 

 

২০১৫ সালের অক্টোবর, সদ্যই জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ছেড়েছেন। তখন কাজ খুঁজছিলেন ক্লপ। ঠিক সেই সময়ই ইয়ুর্গেন ক্লপকে প্রস্তাব দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ক্লপ তাদের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন! 

 

সম্প্রতি এক পডকাস্টে তিনি কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘ওরা আমাকে বলেছিল, তুমি যাদের চাও, আমরা তাদের আনবো; এই খেলোয়াড়, ওই খেলোয়াড়! তখনই বুঝে গিয়েছিলাম, এটা আমার ধাঁচের প্রজেক্ট নয়!’ 

 

আরও পড়ুন: গত মৌসুমে বার্সেলোনার লোকসান ২৪২ কোটি টাকা

 

এরপরই তিনি বললেন ক্রিস্টিয়ানো রোনালদো ও পল পগবার কথা। ক্লপের পরিষ্কার কথা, ‘আমি পগবাকে ফিরিয়ে আনতে চাইনি, রোনালদোকেও না। এতে কিছু হতো না। ক্লাবের ভাবনা ছিল বিশ্বের সেরা খেলোয়াড়দের এক জায়গায় জড়ো করা। কিন্তু কেউ ফুটবল নিয়ে ভাবছিল না! চেয়েছিলাম একটা বিশুদ্ধ প্রজেক্ট- যা পরে লিভারপুল আমায় দিয়েছিল।’ 

 

ক্লপ আরও বলেন, ‘আমরা সবাই জানি, মেসির পাশাপাশি ও (রোনালদো) বিশ্বের সেরা খেলোয়াড়। কিন্তু তাই বলে ফিরিয়ে আনার কোনো মানে হয় না। তখন (২০১৩ সালের দিকে) ব্যাপারটা হয়ত রোনালদো বা পগবাকে নিয়ে সরাসরি ছিল না। কিন্তু ধারণা একটাই- সব তারকাকে একত্র করতে হবে। আমি তখনই জানিয়ে দিয়েছিলাম, এটা আমার জন্য নয়।’

 

এরপর লিভারপুলে যোগ দিয়েই ক্লপ তৈরি করেন এক অপ্রতিরোধ্য দল। আট বছরে এনে দেন আটটি ট্রফি, যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন’স লিগসহ আরও কয়েকটি ট্রফি। 

 

আরও পড়ুন: কোনো ইংলিশ ক্লাবকে কোচিং করাবেন না ক্লপ, তবে...

 

২০২৪ সালের গ্রীষ্মে লিভারপুল ম্যানেজার হিসেবে দীর্ঘ নয় বছরের অধ্যায় শেষ করেন ক্লপ। তার হাত ধরেই লিভারপুল ঘরোয়া ও ইউরোপীয় ফুটবলে শিরোপা জয়ের ধারায় ফিরেছিল। ৫৮ বছর বয়সী ক্লপ দায়িত্ব ছাড়ার সময় জানিয়েছিলেন, মানসিক ও শারীরিক ক্লান্তিই ছিল তার পদত্যাগের প্রধান কারণ।  

 

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে কোচিং পেশা থেকে দূরে এবং রেড বুলের গ্লোবাল হেড অব সকার হিসেবে কাজ করে আনন্দ খুঁজে পাচ্ছেন। এই পদে থেকে তিনি ফুটবলের সঙ্গে যুক্ত থাকলেও পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। আপাতত তিনি আর কোনো নতুন কোচিং দায়িত্ব নেওয়ার পরিকল্পনা করছেন না।  

 

তবে, ভবিষ্যতে ক্লপ আবার কোচিংয়ে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি জানান, ভবিষ্যতে কোনো ইংলিশ ক্লাবের কোচ হবেন না, কারণ লিভারপুলের সঙ্গে তার আবেগ ও পেশাগত সম্পর্ক এত গভীর যে প্রতিদ্বন্দ্বী কোনো ক্লাবে যাওয়া অসম্ভব। তবে লিভারপুলে ফিরে আসা- ‘তাত্ত্বিকভাবে’ অসম্ভব নয়।

]]>
সম্পূর্ণ পড়ুন