শনিবার (৩ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে পাগল শংকর আশ্রমে বার্ষিক মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, 'আমি অত্যন্ত দু:খের সাথে বলতে বাধ্য হচ্ছি। ক্ষমতায় একেক সময় একেক দল গেছে। কিন্তু আমার সংখ্যালঘু ভাইদের উপর নিপিরন, নির্যাতন কোন অংশে কম হয় নাই।'
রুমিন বলেন, আমার মনে আছে আমি যখন ২০১৮ সালে আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হয়ে, সংসদে গেলাম, আমি একটি দৈনিকের রিপোর্ট তুলে ধরে বলেছিলাম, বাংলাদেশেরস্বাধীনতা উত্তোর যেখানে সংখ্যালঘুর শতকরা হিসার ২২ শতাংশ ছিল। সেই সংখ্যা কমতে কমতে এখন ৯ শতাংশ এসে কেন দাঁড়ালো বাংলাদেশের? এই জন্যে বাংলাদেশের রাজনৈতিক দল যখন যারা ক্ষমতায় গেছে তারা কেউ দায় অস্বীকার করতে পারবে না।
আরও পড়ুন: আমাকে কেন মনোনয়ন দেয়া হয়নি, জানতে চেয়েছিলেন বেগম জিয়া: রুমিন ফারহানা
তিনি বলেন, 'আমি রামুতে গেছি। নাসিরনগরে গেছি। বানারি পাড়ায় গিয়েছি। কুমিল্লায় গেছি। রংপুরে গেছি,আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের মন্দিরের যখন হামলা হয়েছে, আমাকে বিএনপি'র তরফ থেকেই পাঠানো হয়েছিল। তখন আমি জায়গাগুলো পরিদর্শন করেছি। আল্লাহর কাছে হাজার শোকরিয়া আমার যে সংসদীয় আসন সরাইল আশুগঞ্জ অন্তত এখানে আমি কোনরকম কোনো উগ্রতা উশৃঙ্খলতা বা বিশৃঙ্খলা দেখি নাই।'
রুমিন ফারহানা বলেন,আমি স্বতন্ত্র প্রার্থী। আমি কোনো দলের না। সুতরাং আমি আপনাদের প্রার্থী। আমি জনগণের প্রার্থী। আমি সকল দলমতের মানুষের প্রার্থী। ভোট চাওয়ার সময় আমি কিন্তু আপনাদের সকলের কাছে ভোট চাইছি। সকলের দোয়া চাইছি। সকলের সাহায্য চাইছি। আমি আপনাদের সকলকে নিয়ে সরাইল আশুগঞ্জকে একটা মডেল উপজেলা করব ইনশাল্লাহ।

১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·