মার্ভেল বি ইউ এর আয়োজনে ২০২১ সাল থেকে নিয়মিত বসছে এই আসর। চতুর্থ আয়োজন নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বছর ২৬টি ক্যাটাগরিতে দেয়া হবে শ্রেষ্ঠত্বের পুরস্কার। নতুনভাবে যুক্ত করা হয়েছে অ্যাগ্রিকালচার, পডকাস্ট, মিউজিক, ড্যান্স, ফ্যাশন ভ্লগারসহ আরও অনেক ক্যাটাগরি।
আরও পড়ুন: নিজ বাড়িতে খুন জনপ্রিয় টিকটকার সানা
মার্ভেল বি ইউ এর সিইও বৃতি সাবরিন খান বলেন, ‘কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারদের সম্মাননা জানানোর তেমন কোনো প্লাটফর্ম নেই। কিন্তু আমরা তাদের জন্য এই প্লাটফর্ম তৈরি করেছি ২০২১ সাল থেকে। যারা সম্মাননা পাচ্ছেন তারা যোগ্যতার ভিত্তিতেই সেটা অর্জন করছেন। তবে বাংলাদেশের কন্টেন্টগুলো আরও ভালো করতে হবে। বিশ্বমানের জায়গাতে নিতে হবে।’
২০২৩ সালের জুন থেকে ২০২৪-এর ডিসেম্বর পর্যন্ত কনটেন্ট ক্রিয়েটরদের পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কৃত করা হবে কনটেন্ট ক্রিয়েটরদের। ৫ মাসের ডেটা অ্যানালাইসিস ও ২২ জন জুরির মতামতের ভিত্তিতে মনোনয়ন দেয়া হয় ৮৪ জন কনটেন্ট ক্রিয়েটরকে। আর বাকী ফলাফল ছেড়ে দেয়া হয়েছে দর্শকদের হাতে।
আরও পড়ুন: আয়রনম্যান খেতাব জিতলেন ডা. সাকলায়েন রাসেল
এ বছরের আয়োজনের মূল থিম ‘লোকাল রুটস, গ্লোবাল ইমপ্যাক্ট’। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফরম্যান্স করবেন এঞ্জেল নূর, সুমন শিকদার, ওলি বয়, ব্ল্যাক জ্যাংকসসহ দেশের জনপ্রিয় শিল্পীরা।