কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে অবরোধ প্রত্যাহার বাকৃবি শিক্ষার্থীদের

২ সপ্তাহ আগে
কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠকের আশ্বাসে চার ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীরা। এতে রোববার বিকেল পৌনে ৪ টায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের পদ উন্মুক্ত করাসহ কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবিতে বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। 


পরে যাত্রী দুর্ভোগ ও রোগীদের অনুরোধে এক ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেন তারা। তবে রেললাইনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান তারা। এরপর দুপুর ১ টার দিকে নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেন আটকে দেন শিক্ষার্থীরা। এসময় দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। আগামী মঙ্গলবার কৃষি উপদেষ্টার সঙ্গে বৈঠক আয়োজনে আশ্বাসে পৌনে চার টায় অবরোধ তুলে নিলে চার ঘণ্টা পর রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

আরও পড়ুন: বাকৃবির উপাচার্যসহ শিক্ষকরা অবরুদ্ধ

তিনদফা দাবিগুলো হচ্ছে- ১.কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে। ২.নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। ৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না— এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন