কুয়েত সরকার ২০০৯ সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবার অনুষ্ঠিত হয় ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা।
গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয় কুয়েতের ক্রাউন প্লাজা হোটেলে। শেষ হয় গত মঙ্গলবার (১৯ নভেম্বর)। প্রতিযোগিতায় চারটি ভিন্ন ভিন্ন গ্রুপের মধ্যে তিনটিতে অংশ নেয় বাংলাদেশ এবং এর মধ্যে দুটিতেই বাজিমাৎ করে।
বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগিদের সঙ্গে লড়াই করে ছোটদের হিফজুল কোরআন প্রতিযোগিতা বিভাগ ‘সিগারুল হুফফাজ’ (৮-১২ বছর)-এ প্রথম হয়েছেন বাংলাদেশের আনাস মাহফুজ (১২)।
আরও পড়ুন: ইংলিশ মিডিয়ামেই শিখছে কোরআন, হচ্ছে হাফেজও
আর কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন ক্বারী আবু জর গিফারী। ঐতিহাসিক এই বিজয় কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে খুশির অনুসঙ্গ হয়ে ওঠে।
কুয়েতের ইতিহাসে হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই প্রথম ছোটদের মধ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন এটা বিশ্বের মাঝে বাংলাদেশকে উচ্চ স্থানে নিয়ে গেছে বলে মনে করেন মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি মাদ্রসার হিফজ বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন।
বিশ্ব বিজয়ী ছোট গ্রুপে কনিষ্ট হাফেজ আনাস মাহফুজ এবং ক্বারী গ্রুপে আবু জর গিফারী সময় সংবাদকে তাদের অভিমত ব্যাক্ত করতে গিয়ে দেশবাসির কাছে দোয়া এবং সরকারের সহযোগিতা পেলে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান।
আরও পড়ুন: কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার কারাবন্দি
বিশ্বের অনেক ইসলামি দেশসহ বিভিন্ন দেশের প্রতিযোগিদের সঙ্গে লড়াই করে বাংলাদেশ প্রথম হয়েছে, এটা মুসলিম বিশ্বে বাংলাদেশের গৌরব বলে মনে করেন কুয়েত ধর্ম মন্ত্রণালয়ের ঈমাম খতিব কুয়েতী নাগরিক ফায়েজ হামুদ আল এনাজী।