৪১.৩ ওভার খেলা হওয়ার দিন পাকিস্তান তুলেছে ১৪৩ রান। শাকিল ৫৬ ও রিজওয়ান ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৪ উইকেটের ৩টিই নিয়েছেন সিলস। প্রথম দিন শেষে ১০ ওভারে এই পেসার খরচ করেছেন ২১ রান, ওয়েস্ট ইন্ডিজের কাছে তারও ধন্যবাদ প্রাপ্য।
কুয়াশা ও আলোকস্বল্পতার কারণে মুলতান টেস্টের টস যথাসময়ে হয়নি। এমনকি দিনেদুপুরে খেলতে হয়েছে ফ্লাডলাইটের নিচে। প্রায় ৪ ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। শোয়েব মালিকের ভাতিজা মোহাম্মদ হুরাইরা অভিষেক টেস্টে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। ১৫ বলে করেন ৬ রান। টপঅর্ডারের মধ্যে দুই অঙ্ক ছোঁয়া শান মাসুদ থামেন ২০ রানে, তার শিকারি গুদাকেন মতি।
আরও পড়ুন: ক্রিকেটের কাছে আরেকটা সুযোগ চাওয়া নায়ার ৮ বছর পর ভারত দলে ফেরার দ্বারপ্রান্তে?
হুরাইরার মতো একই পরিণতি প্রথম দিন আউট হওয়া আরও দুই ব্যাটারের, বাবর আজম ৮ ও কামরান গুলাম ৫ রান করেন। সিলস হুরাইরা ও বাবরকে উইকেটকিপার তেভিন ইমল্যাচের ক্যাচ বানান, কামরান গুলামকে করেন এলবিডব্লিউ।
এরপর দিন পার করে দিয়েছেন রিজওয়ান-শাকিল মিলে। কথাটা আংশিক ভুল, দিনের খেলা আরও বাকিই ছিল, কুয়াশা আর আলোকস্বল্পতার কারণে আগেভাগে ম্যাচ বন্ধ করেন আম্পায়াররা। ৮৬ বলে ৪ চারে ফিফটি করেন শাকিল, ৭ চারে রিজওয়ান করেন ৭৮ বলে।