বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় কুয়াকাটা সমুদ্র সৈকতের পর্যটন পার্ক হলরুমে আয়োজিত এক সভায় তিনি অংশ নেন।
সভায় কুয়াকাটার সরকারি খাস জমি সংক্রান্ত বাস্তব চিত্র ও অন্যান্য সরকারি সম্পত্তি বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক এবং ভূমি ও খাদ্য মন্ত্রণালয়ের পটুয়াখালী ও আশপাশের জেলার কর্মকর্তারা। জেলা পুলিশের একটি প্রতিনিধিদলও সভায় অংশ নেয়।
আরও পড়ুন: অতি ভারি বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
আলোচনা শেষে বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটা সমুদ্র সৈকত সরেজমিনে পরিদর্শন করেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এরপর তিনি পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেন।
জানা গেছে, এ পরিদর্শনের মাধ্যমে কুয়াকাটা ও আশপাশের এলাকায় অবস্থিত সরকারি খাস জমি ব্যবস্থাপনায় সরকারের একটি দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এলাকাবাসীর জন্য উন্নত ও জনকল্যাণমুখী সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
এর আগে উপদেষ্টা আলী ইমাম মজুমদার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে কুয়াকাটায় পৌঁছান।