কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন এসআই

২ সপ্তাহ আগে
রাজধানীর শাহজাহানপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে মালিবাগ সোহাগ বাস কাউন্টারের বিপরীতে নূর স্যানিটারি দোকানের সামনে ডিউটিরত অবস্থায় টাকার বান্ডেল পড়ে থাকতে দেখেন এসআই আশিক। পথচারীদের উপস্থিতিতে তিনি টাকা উদ্ধার করে গণনা করলে দেখা যায়, সেখানে মোট ৫০ হাজার ৪১০ টাকা রয়েছে।


ঘটনাস্থলে উপস্থিত পথচারী ও দোকানিদের বিষয়টি জানানোর পাশাপাশি তিনি জব্দ তালিকা তৈরি করে টাকাগুলো জিম্মায় নেন এবং মালিকের জন্য অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর কাউসার আহম্মেদ (৩৭) নামের এক ব্যক্তি জানান, ব্যাংক থেকে তোলা অর্থ কর্মস্থল হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যাওয়ার পথে হারিয়ে ফেলেছেন।


আরও পড়ুন: ব্ল্যাকমেইল করে ১৯ লাখের পর ৩৫ লাখ টাকা নিতে এসে ধরা প্রতারক দম্পতি


জিজ্ঞাসাবাদে টাকার পরিমাণ ও বান্ডেলের বিবরণ সঠিকভাবে মিলিয়ে যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে টাকার মালিকের হাতে ফেরত দেন এসআই আশিক।


প্রক্রিয়া শেষে হলি লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের জিএম ও এজিএমের উপস্থিতিতে প্রাপ্তি স্বীকারপত্রে স্বাক্ষর নিয়ে টাকা হস্তান্তর সম্পন্ন হয়। এসআই আশিকের সততা ও দায়িত্বশীলতায় মুগ্ধ হন উপস্থিত সাধারণ মানুষ।

]]>
সম্পূর্ণ পড়ুন