কুড়িগ্রামে পুকুরের পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

১ সপ্তাহে আগে
কুড়িগ্রামের রাজারহাটে ৭২ ঘণ্টার ব্যবধানে পুকুরের পানিতে পড়ে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুটি পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ মো. জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী মোছা. জাকিয়া খাতুন (৯) রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু গোসল করে আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে জাকিয়া খাতুনকে ভাসতে দেখে তাকে পানি থেকে তুলে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত করেন।

আরও পড়ুন: নিকলী হাওড়ে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে প্রাণ গেলো মেয়ের

অপরদিকে, একই উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন(৮) বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়।


বিষয়টি রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত রায়হান কবির নিশ্চিত করেছেন।
সন্তানদের হারিয়ে ওই দুটি পরিবারের আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। 

]]>
সম্পূর্ণ পড়ুন