টইটুম্বর পানিতে তলিয়ে ফসল। দুশ্চিন্তায় মাথায় হাত কৃষকের। গত কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের বেশ কয়েকটি নীচু এলাকা তলিয়ে গেছে।
এতে বাদাম, পটল, পাট, তিল, কাউনসহ বিভিন্ন ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে। ফসল হারিয়ে চরম ক্ষতির মুখে কৃষকরা। চাষিরা বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ক্ষেত তলিয়ে গেছে। এতে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বৈরী আবহাওয়ায় স্বপ্ন ভাঙছে ঝালকাঠির পেয়ারা চাষিদের!
তবে কৃষকদের ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহকারী উপ-পরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। কৃষকদের সব ধরনের সহায়তা দেয়া হবে।
উল্লেখ্য, চলতি মৌসুমে বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে জেলার ৩০০ হেক্টর জমির সবজিসহ বিভিন্ন ফসল।
]]>