কুড়িগ্রামে আগুনে পুড়ে ছাই হলো ১১ দোকানির স্বপ্ন

১ সপ্তাহে আগে
কুড়িগ্রামের চর রাজিবপুরের একটি বাজারে ভয়াবহ আগুনে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শিবেরডাঙ্গী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা জলিল জানান, ফজরের নামাজ শেষে মসজিদে বাইরে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। কিছু করার ছিল না। প্রথমে কাঁচামালের দোকানে আগুন লাগে পরে ফায়ার সার্ভিস আসতে আসতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও বাজারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। কিছু বুঝে ওঠার আগেই আগুনে মুদি, জুতা, ভুষি, কাঁচামালের গোডাউনসহ মোট ১১টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।


তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে রাজিবপুর এবং রৌমারী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন: দীঘিনালায় ফের আগুনে পুড়ল ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান


চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু হানিফ জানান, রাজিবপুর ও রৌমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।


রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী জানান, ইতোমধ্যে জেলা প্রশাসনকে অবগত করেছি। ব্যবসায়ীদের পাশে থাকবে  উপজেলা প্রশাসন। তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সার্বিক সহযোগিতা করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন