কুষ্টিয়ায় যুবককে গু‌লি করে হত্যা, অস্ত্র ও গু‌লি জব্দ

৩ সপ্তাহ আগে
কুষ্টিয়া সদর উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ জুন) রাত নয়টার দিকে উপজেলার মধুপুর পশুহাট সংলগ্ন কুষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়‌কের পা‌শ থেকে  গু‌লি‌বিদ্ধ লাশ‌টি উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত টুটুল হো‌সেন (৪০) ওই গ্রামের প্রয়াত মু‌ক্তি‌যোদ্ধা তুরাব হোসেনের ছেলে। তি‌নি দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন।

 

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, মহাসড়কের পাশে গুলিবিদ্ধ লাশটি পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে একটি শটগান, একটি মোটরসাইকেল ও কয়েক রাউন্ড গু‌লি জব্দ করেছে।

 

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

 

ইসলামি বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে‌হেদী হাসান এ তথ্য নিশ্চিত করে ব‌লেন, রাতে কুষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের মধুপুর পশুহাট সংলগ্ন স্থানে টুটুলের লাশ পড়ে থাকতে দেখে পু‌লিশকে খবর দেয় স্থানীয়রা। পু‌লিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পাশ থেকে এক‌টি শটগান, কয়েত রাউন্ড গু‌লি ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।

 

অন‌্য কোথাও হত‌্যা ক‌রে কুষ্টিয়া-‌ঝিনাইদহ মহাসড়কের পাশে লাশ এনে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, নিহতের মুখে আঘাত করা হ‌য়ে‌ছে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।  

]]>
সম্পূর্ণ পড়ুন