কুষ্টিয়ায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

৩ সপ্তাহ আগে
কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। এ ছাড়াও পাকা সড়কের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ও স্থানীয় দোকান ঘর উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত উপজেলার পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর বাজার, পান্টি গোলাবাড়ি মোড়, নওশের মোড় এবং ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকায় অভিযান চালায় প্রশাসন।


অভিযান পরিচালনা করেন: উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও থানা পুলিশ।


জানা গেছে, পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে পাকা দোকানঘর নির্মাণ করছিলেন স্থানীয় জলিল শেখের ছেলে জামাল উদ্দিন। খবর পেয়ে অভিযান চালিয়ে নির্মাণাধীন ঘর ভেঙে তাকে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ


এ ছাড়াও পান্টি গোলাবাড়ি মোড়, নওশের মোড় এবং ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকায় সড়কের দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন অসাধু ব্যক্তিরা। এতে সড়ক সরু হয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হতো। খবর পেয়ে অভিযানে চালিয়ে অন্তত অর্ধশতাধিক দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন।


এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ‘সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দিয়ে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও সড়কের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ ও স্থানীয় দোকান ঘর উচ্ছেদ করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।’
 

]]>
সম্পূর্ণ পড়ুন