মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
প্রশাসানের কর্মকর্তারা জানান, কয়েকদিন আগে একটি কার্টনে করে কয়েলের প্যাকেটের সঙ্গে ইয়াবা ট্যাবেলগুলো কসটেপ মুড়িয়ে চট্টগ্রামের থেকে এক ব্যক্তি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠায়। তবে যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিকবার কল দিলে ফোনটি সুইচ অফ করে রাখে।
আরও পড়ুন: সাবেক এমপি দবিরুলের সম্পত্তি ক্রোকের নির্দেশ
পরবর্তীতে সন্দেহ হলে প্রশাসনিক সহায়তায় প্যাকেটটি খুলে দেখে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্যাকেটে ইয়াবা ট্যাবলেট রয়েছে নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনকে অবগত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে কার্টন খোলেন। এসময় ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে প্রশাসন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান, ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে কে কার কাছে পাঠালো বিষয়টি তদন্ত করার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেয়া হবে।