কুয়েতে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৬ দিন আগে
মধ্যপ্রাচ্যের উত্তাপ উপেক্ষা করে মাঠ কাঁপালেন প্রবাসীরা। কুয়েতে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস ফুটবল ফাইনাল।

প্রচণ্ড গরম। দিনে ৫০ ডিগ্রির উপরে। ৪৭ ডিগ্রি তাপমাত্রা রাতেও। রীতিমতো আগুন ঝরানো আবহাওয়া। এই গরমের মধ্যেই কুয়েতে অনুষ্ঠিত হলো মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। 

 

বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের আয়োজনে এবং বাংলাদেশ কমিউনিটির পৃষ্টপোষকতায় গত ছয় মাস ধরে চলে এই প্রতিযোগিতা। যার ফাইনাল অনুষ্ঠিত হয় গত শুক্রবার (১ আগস্ট)।

 

বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের জায়েদুর রহমান জায়েদ। যৌথভাবে সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী ও ফেরদৌস খান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস কুয়েতের মিনিষ্টার শ্রম মোহাম্মদ আবুল হোসেন।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাইসাইকেলে গাড়ির ধাক্কা, দুই বাংলাদেশি নিহত

 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুয়েত শাখার সাবেক সহ-সভাপতি সোয়েব আহমেদ, মোহাম্মদ মাঈন উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান শামস, সংগঠক মুরাদুল হক চৌধুরী, আল ফয়াল কোং অপারেশন ম্যানেজার মোহাম্মদ আলী, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারন সম্পাদক আ হ জুবেদ, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এছাড়া অসংখ্য ক্রিড়া, সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। 

 

মিশরেফ ফুটবল গ্রাউন্ডে আয়োজিত ফাইনালে মুখোমুখি হয় যমুনা স্পোর্টিং ক্লাব ও নরসিংদী ফ্রেন্ডস ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াইয়ে যমুনা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে একটি গোল করে শিরোপা ঘরে তোলে নরসিংদী ফ্রেন্ডস ক্লাব। সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন তরিকুল ইসলাম, সেরা খেলোয়াড় নাজমুল হাসান এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সাইদুর রহমান।

 

খেলা দেখার জন্য গরম উপেক্ষা করে দূরদূরান্ত থেকে মাঠে আসেন অসংখ্য প্রবাসী দর্শক। তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়ে গেলেও তাদের উৎসাহের কোনো কমতি ছিল না।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় সড়কে ঝরল ৩ বাংলাদেশির প্রাণ

 

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাস কুয়েতের মিনিষ্টার শ্রম মোহাম্মদ আবুল হোসেন। এ সময় তিনি বলেন, এই ধরনের আয়োজন কুয়েতে বাংলাদেশি কমিউনিটিকে একত্রিত করে। খেলাধুলার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। তিনি অনুরোধ করেন, সবাই যেন কুয়েতের আইন মেনে চলেন।

 

মধ্যপ্রাচ্যের গরম আর ক্লান্তি ভুলে প্রবাসীরা যেন নতুন করে পেলেন একতা ও আনন্দের অনন্য উৎসব। শুধু খেলা নয়, এই আয়োজন হয়ে উঠেছে প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ের স্পন্দন। আয়োজকরা বলেন, ‘আমরা চাই আরও বড় পরিসরে আয়োজন করতে। যদি প্রবাসী ব্যবসায়ী ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন, তাহলে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট করা সম্ভব।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন