কুয়ালালামপুরে অভিযান, ২১ বাংলাদেশিসহ ৩৮ অবৈধ অভিবাসী আটক

১ সপ্তাহে আগে
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে ২১ জন বাংলাদেশিসহ মোট ৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির কুয়ালালামপুর অভিবাসন বিভাগ। একই সঙ্গে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে দুই স্থানীয় নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের তিনটি ভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চালানো হয় বন্দর মেনজালাড়ার একটি রেস্তোরাঁ, লোরং হাজি তাইবের একটি বাজার এবং ডাং ওয়াংগির কাছে একটি অ্যাপার্টমেন্ট-হোটেলে।

 

কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সওপি ওয়ান ইউসোফ জানান, আটককৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ১৩ জন ভারতীয়, দুজন ইন্দোনেশিয়ান, একজন নেপালি এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন।

 

আরও পড়ুন: মালয়েশিয়ায় প্রবাসীদের সামাজিক সুরক্ষায় বিশেষ কর্মশালা

 

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি), ৬(১)(সি) এবং ইমিগ্রেশন রুলস ১৯৬৩ এর ধারা ৩৯(বি) সহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

 

আটককৃত সকল অভিবাসীকে পরবর্তী আইনি প্রক্রিয়া এবং তদন্তের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। এই অভিযানে কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের ২০ জন কর্মকর্তা ও কর্মী অংশ নেন এবং কুয়ালালামপুর সিটি হলের কর্মকর্তারাও তাদের সহযোগিতা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন