শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কুয়া খনন করতে গিয়ে দুই আদিবাসীর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) বিকালে নলকুড়া ইউনিয়নের শালচুড়া (ভূঁইয়াবাড়ি) গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলেন- নারায়ণ কোচ (৪৫) ও নিরঞ্জন কোচ (৩৫)। তারা পরস্পর ভায়রা ভাই। নিরঞ্জন কোচ ভূঁইয়াবাড়ির নীল মহন কোচের ছেলে ও নারায়ণ কোচ রাংটিয়ার নীপুরাম কোচের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, নারায়ণ কোচ কয়েকদিন ধরে তার বাড়িতে... বিস্তারিত