কুমিল্লায় সড়কে বিআরটিএ’র অভিযান, জরিমানা

১ সপ্তাহে আগে
কুমিল্লায় বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহন থেকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সদর দক্ষিণ এলাকায় নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে মোটরযানের গতি নিয়ন্ত্রণের বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। 


এ সময় অতিরিক্ত গতির জন্য ৮ টি মোটরযানকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: মেহেরপুরে সড়কে যৌথ বাহিনীর অভিযান, জরিমানা আদায়

কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্তের নেতৃত্বে কুমিল্লা বিআরটিএ’র সহকারী পরিচালক মো. ফারুক আলম, মোটরযান পরিদর্শক মো সাইফুল ইসলামসহ একটি দল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোটরযানের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নামে। 


বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সদর দক্ষিণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্পিডগানের মাধ্যমে মোটরযানের গতিবিধি যাচাই করা হয় এবং অতিরিক্ত গতির কারণে মহাসড়কে একাধিক মামলা করা হয়।

আরও পড়ুন: রাজস্থানের ভারপ্রাপ্ত অধিনায়ককে ১৭ লাখ টাকা জরিমানা

কুমিল্লা বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক ফারুক আলম সময় সংবাদকে বলেন, ‘মহাসড়ক ফাঁকা থাকার কারণে কিছু কিছু গাড়ির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে, এতে দেশের বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে। যার ফলে প্রতিনিয়তই ঝড়ছে তাজা প্রাণ। মহাসড়কে যাতে এমন দুর্ঘটনা রোধে এবং চালকদের সতর্ক করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বেপরোয়া গতির জন্য আমরা ৮ টি মামলা দিয়েছি। আমাদের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন