স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের একটি দর্জি দোকানে প্রথমে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। এ ঘটনায় চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়াও আরও দুটি দোকানের অধিকাংশ মালামাল আগুনে পুড়ে গেছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে পাটের গুদামে ভয়াবহ আগুন
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলায় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, আগুন লাগার পর স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

৫ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·