কুমিল্লায় পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল

১ সপ্তাহে আগে
পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপভোগ করতে কুমিল্লার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।

বুধবার (২ এপ্রিল) ঈদের তৃতীয় দিনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল প্রতিটি পর্যটন স্পট।


পরিবার-পরিজন ও প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে নারী-পুরুষ, শিশুসহ সব বয়সি দর্শনার্থীদের কুমিল্লার কোটবাড়ি ও আশপাশের বিনোদন স্পষ্টগুলো ঘুরে বেড়াতে দেখা গেছে।


এরমধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থী ভিড় জমাচ্ছেন কুমিল্লার পর্যটন এলাকা হিসেবে খ্যাত কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি শালবন বিহার, রাজবাড়ি, রূপবানমুড়া, ইটাখোলা মুড়া, ম্যাজিক প্যারাডাইস পার্ক, ব্লু-ওয়াটার পার্ক, লালমাই লেকল্যান্ড, রাজেশপুর ইকোপার্কসহ বিভিন্ন বিনোদন স্পটে।


দীর্ঘদিন ধরে এই স্থানগুলো দেশ-বিদেশের পর্যটকদের দৃষ্টি কেড়েছে। এবার ঈদের লম্বা ছুটিতে সেখানে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা দর্শনার্থীদের ঢল নেমেছে।
 

আরও পড়ুন: পর্যটন ভিসায় প্রবেশের চেষ্টা, কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৫ বাংলাদেশি আটক


এ ছাড়া বাংলাদেশে বসবাসরত অনেক বিদেশি নাগরিককেও ঈদের ছুটিতে শালবন বিহারে আসতে দেখা যায়।


ময়নামতী জাদুঘরের পাশে বন বিভাগের পিকনিক স্পট এবং শালবন বিহারের পাশে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করছে।


এ ছাড়াও কুমিল্লায় বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ হচ্ছে লালমাই পাহাড়। লালমাই পাহাড়ের সুউচ্চ চূড়ায় উঠে অনায়াসেই কুমিল্লা শহর দেখা যায়। এই পাহাড়ি এলাকা এবং এর আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অনেক প্রাচীন নিদর্শন।

]]>
সম্পূর্ণ পড়ুন