কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২১ লাখ টাকার মাদক জব্দ

৩ সপ্তাহ আগে
কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে ২১ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি।

শুক্রবার (১৮ জুলাই) এবং শনিবার বিভিন্ন সময়ে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার ও আমানগন্ডা বিওপির বিশেষ টহল দল পৃথক দুটি অভিযান চালায়। এ সময় দুইটি অভিযানে ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকার মাদক জব্দ করা হয়।


শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১০ ব্যাটালিয়ন।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় মোট ২০২ কেজি গাঁজা, ১ হাজার ৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল ইস্কফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, ৫০০ পিস স্কিন সাইন ক্রিম এবং ২০ হাজার ৭৭৬ পিস ভারতীয় অবৈধ আতশবাজি উদ্ধার করা হয়।


আরও পড়ুন: সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


উদ্ধার এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


বিজিবি আরও জানায়, জব্দ মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন