কু‌ড়িগ্রামে মস‌জিদের রে‌লিং ভেঙে প্রাণ গেলো মুসল্লির

৩ সপ্তাহ আগে
কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিশ (রেলিং) ভেঙে আব্দুল মমিন (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন অজু খানায় যান। অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আকস্মিকভাবে ছাদের ওপরের কার্নিশ (রেলিং) ভেঙে তাকে চাপা দেয়।


আরও পড়ুন: দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ৩


স্থানীয় বা‌সিন্দারা জানান, বাড়ির পাশে মস‌জিদ হওয়ায় আব্দুল ম‌মিন নিয়‌মিত সেখানে নামাজ আদায় করতেন। শ‌নিবার হঠাৎ মাগরিবের নামাজের সময় অজু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।


এ বিষয়ে উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই।’

]]>
সম্পূর্ণ পড়ুন